Eastern Bank Ltd. এর নাম, সেবা ও জনপ্রিয়তা সম্পর্কে সবাই জানে। এদের জনপ্রিয় সার্ভিস গুলোর মধ্য এটিএম কার্ড/স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের অন্যতম। অন্যান্য ব্যাংক গুলোর মতই Eastern Bank Ltd. ব্যাংক ছাত্র ছাত্রীদের সুবিধার কথা ভেবে চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস। আজ আমরা জানিয়ে দিব EBL bank student account ওপেন, ডকুমেন্টস এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত।
ইস্টার্ন ব্যাংক লিঃ ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা চালু করেছে। যেমনঃ জুনিয়র সেভিংস একাউন্ট, এডুকেশনস ফাইন্যান্স প্যাক, স্টুডেন্ট ফাইল সার্ভিস, চাইল্ড ফিউচার প্ল্যান ও এম্পায়ার স্কীম ইত্যাদি। EBL Bank এর উপরোক্ত সেবা গুলোর ভিতরে আলাদা সুবিধা পাবেন।
Read more:
- How to cancel tin certificate
- The Rise of Skywalker Download HD full Movie
- টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম
- Earn Money From Telegram Channel And other Secrets Tips
তবে এই পোস্টে EBL bank student account ওপেন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই Eastern Bank Ltd. student Banking চালু করা আগে বিস্তারিত জেনে নিন, তাছাড়া ব্যাংকে গিয়ে ফেরত আসতে হতে পারে।
এক নজরে EBL Student Banking এর সকল সার্ভিসে দেখে নিন!
তারপর আপনার যে সার্ভিস ভাল লাগবে সেটা ওপেন করবেন। তবে কাগজপত্র, ডকুমেন্টস ব্যাংকের অন্যান্য রিকয়্যারমেন্টস একই।
Eastern Bank Ltd. ছাত্র-ছাত্রীদের জন্য যেসব স্টুডেন্ট ব্যাংকিং সেবা গুলো দিচ্ছে সেগুলো হলোঃ
১. ইবিএল জুনিয়র সেভিংস একাউন্ট(EBL Junior savings account)
২. ইবিএল ক্যাম্পাস একাউন্ট(EBL Campus account)
৩. ইবিএল এডুকেশন ফাইন্যান্স প্যাক(EBL Education Finance Pack)
৪. ইবিএল স্টুডেন্ট ফাইল সার্ভিস(EBL Students File Servicel)
৫. ইবিএল চাইল্ড ফিউচার প্ল্যান(EBL Child Future Plan)
৬. ইবিএল এস্পায়ার স্কীম(EBL Aspire Scheme)
ইবিএল ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
১. ইবিএল জুনিয়র সেভিংস একাউন্ট(EBL Junior savings account):
যেসব শিশুদের বয়স ১৮ বছরের নিচে তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঞ্চয় করার ইবিএল জুনিয়র সেভিংস একাউন্ট।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে?
২. ইবিএল ক্যাম্পাস একাউন্ট(EBL Campus account):
ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং এর EBL Campus account হলো ছাত্র-ছাত্রীদের মাথার উপর ছাতা ন্যায়। এই ইবিএল ক্যাম্পাস একাউন্টি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোন হিডেন চার্জ এবং কোন সীমাবদ্ধতা নেই। এতে ছাত্র-ছাত্রী যত টাকা রাখবে তার দৈনিক ব্যালেন্স এর উপর সুদ প্রদান করা হবে।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে? আরো বিস্তারিত জেনে নিনঃ
৩. ইবিএল এডুকেশন ফাইন্যান্স প্যাক(EBL Education Finance Pack):
আপনার সন্তানকে বাড়িতে বা বিদেশে উচ্চ শিক্ষা লাভের জন্য পাশে থাকবে EBL Student Banking এর “ইবিএল শিক্ষা ফাইন্যান্স প্যাক”। ইবিএল এই ব্যাংকিং সেবাটি তিন ধরণের ঋণ সেবা দিয়ে সাজিয়েছে।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে? আরো বিস্তারিত জেনে নিনঃ
৪. ইবিএল স্টুডেন্ট ফাইল সার্ভিস(EBL Students File Service):
যেসকল স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য বিদেশে আছে, হয়তো কোন সমস্যার জন্য পড়াশোনা চালানো সমস্যা হচ্ছে। এসব শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা, শিক্ষানবিশ কাল এবং জীবন জীবিকার খরচ বহন করতে এ ধরণের ঋণ প্রদান করা হয়।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে? আরো বিস্তারিত জেনে নিন)
৫. ইবিএল চাইল্ড ফিউচার প্ল্যান(EBL Child Future Plan):
আপনার সুন্দর সোনামণিদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। EBL Child Future Plan হলো Deposit protection scheme (DPS) যা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করবেন। ইবিএল চাইল্ড ফিউচার প্ল্যানের মাধ্যমে আপনার সন্তানের স্বপ্ন আকাঙ্খা পূরণ করবে। এছাড়া আপনার সন্তানের উচ্চশিক্ষা, বিবাহ বা বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে? আরো বিস্তারিত জেনে নিন)
৬. ইবিএল এস্পায়ার স্কীম(EBL Aspire Scheme):
ইবিএল এস্পায়ার স্কীম হলো মিডটার্ম ডিপোজিট প্রটেকশন স্কীম (ডিপিএস)। এখানে আপনার বাচ্চাদের জন্য বিনিয়োগ করলে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য এবং বিশেষ মুহূর্তে ব্যবহার করতে পারবেন।
এই একাউন্টটি ওপেন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সুযোগ-সুবিধা কী, কত টাকা লাগবে? আরো বিস্তারিত জেনে নিন)
Post a Comment