আপনি কী এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট (student account in AB Bank) খুলতে চাচ্ছেন? এবি ব্যাংক স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা দিচ্ছে অন্য ব্যাংক গুলো হইতে। আজকের এই পর্বে আপনাদেরকে জানিয়ে দিব এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস, কাগজপত্র, ছবি, এনআইডি লাগবে।
How can I open AB Bank student account?
তাছাড়া আরো জানিয়ে দিব AB Bank Student Account ওপেন করলে কি কি সুবিধা, ব্যাংকিং চার্জ কত। AB Bank Limited স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা দিচ্ছে। এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট করলে যেসব সুবিধা সম্পূর্ণ ফ্রিতে উপভোগ করতে পারবেন।
Read more:
- How to cancel tin certificate
- The Rise of Skywalker Download HD full Movie
- টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম
- Earn Money From Telegram Channel And other Secrets Tips
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা সমূহ গুলোঃ
- একাউন্ট রক্ষণাবেক্ষণ করতে কোন ফি লাগবে না। (No account maintenance fee).
- ডেবিট কার্ড সম্পূর্ণ ফ্রি। (Free debit card).
- ফ্রিতে এসএমএস এবং ইন্টারনেট ব্যাংকিং। (Free SMS banking & internet banking).
- ফ্রি স্ট্যান্ডিং ইন্সট্রাকশন। (Free standing instruction)
- চেকবুক ফ্রি। (Free Cheque book)
- মোবাইল টপ-আপ করা যাবে। (Free real time mobile top-up for Grameenphone, Banglalink, Citycell, Airtel, Robi and Teletalk connections)
স্টুডেন্ট একাউন্ট এর সুদের হার
শুধুমাত্র যাদের এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট রয়েছে, তাদের সুদের হার 5.0%। এছাড়া সুদ দৈনিক গণনা করা যায় এবং অর্ধ বার্ষিক প্রয়োগ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র Required Documents To open this AB Bank Student Account.
তাহলে নিম্নেলিখিত documents গুলো প্রয়োজনঃ
AB Minor এ বি মাইনর (যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে)
1. বর্তমান ৩ কপি ফটো। (Present Student 3 Copy photos)
2. জন্ম নিবন্ধন। (Birth Certificate)
3. শিক্ষার্থীর আইডি কার্ড। (Present valid student photo ID)
4. অভিভাবকের জাতীয় পরিচয় পত্র / বর্তমান বৈধ পাসপোর্ট / জন্ম নিবন্ধন এবং ২ কপি ছবি। (NID/Valid Passport/Birth certificate and 3 Copy passport size of the Guardian).
AB Major এ বি মেজর (যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছরের উপরে তাদের ক্ষেত্রে)
1. শিক্ষার্থীর এনআইডি / জন্ম নিবন্ধন। (NiD or Birth certificate of the student)
2. বর্তমান বৈধ শিক্ষার্থীর ফটো। (Valid passport size of the student)
3. শিক্ষার্থীর বৈধ স্টুডেন্ট আইডি কার্ড। (Real valid student ID card of the student)
4. নমিনির জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি। (NID copy & 1 copy passport size photos of the Nominee)
একাউন্ট খোলারপর যখন স্টুডেন্ট থাকবে না তখন স্টুডেন্ট কি বন্ধ হয়ে যাবে?
উত্তরঃ আপনি স্টুডেন্ট অবস্থায় একাউন্ট খুললে এটি স্কুল বা কলেজের পড়ার সময় অনুযায়ী মেয়াদ থাকবে। এই সময়টি স্টুডেন্ট কার্ড হতেই বুঝা যাবে। যাহোক, যখন স্টুডেন্ট থাকবে না, তখন এই একাউন্টটি অটোমেটিক এবি ব্যাংক সেভিংস একাউন্ট হয়ে যাবে। এক্ষেত্রে AB Bank Student Account এর যেসব সুবিধা পাওয়া যাবে, সেটা আর পাবেননা।
প্রিয় ভিজিটর আশা করি, এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট নিয়ে সব প্রশ্মের উত্তর বা তথ্য দিতে পেরেছি। এ বিষয়ে আপনার বুঝতে সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব (Subscribe here) করে সহয়তা করুন।
Post a Comment