New Job Circular published on Directorate of Secondary & Higher Education (DSHE)
***বিসমিল্লাহির রাহমানির রাহীম***
৪,০৩২ পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি – ৩০/১১
Directorate of Secondary and Higher Education (DSHE) তাদের নিজস্ব www.dshe.gov.bd ওয়েবসাইটে শূন্যে পদে Job Circular প্রকাশ করেছেন। DSHE ২৮ ক্যাটাগরির ৪,০৩২ টি শূণ্যে পদে Job Circular দিয়েছে। DSHE govt circular এ Graduate Student আবেদন করতে পারবে। এছাড়াও এইচএসসি, এসএসসি ও অষ্টম শ্রেণী পাশ করা বেকার বা ছাত্র-ছাত্রীরা গণ DSHE govt Job circular এ Apply করতে পারবে। DSHE এর আওতাধীন অফিস/শিক্ষা অফিস প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্বখাতে নিম্নলিখিত শূণ্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হয়েছে।
আরো আবেদন করুনঃ গণপূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশল (বিমান)
New Job Circular published on DSHE – মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর – www.dshe.gov.bd
*****E-Jobs নিয়োগ বিজ্ঞপ্তি*****
👉 Name of the organization: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
👉 Post Name: ২৮ ক্যাটাগরির বিভিন্ন পদ
👉 Total Post : ৪,০৩২টি
👉 Application Fee : ১১২/- ও ৫৬/- টাকা
👉 Application start : ১ নভেম্বর ২০২০
👉 Deadline: 30 Nov 2020
👉 Application Link: http://dshe.teletalk.com.bd
👉 Job Source: দৈনিক জনকণ্ঠ – ২৩ অক্টোবর ২০২০
আরো তথ্যের জন্য নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এবং সম্পূর্ণ dshe Job Circular Download করতে নিচের বাটনে ক্লিক করুন।
যে বিষয় গুলো মাথায় রাখবেনঃ
১. বিজ্ঞপ্তিতে একাধিক পদে আবেদন করা যাবেনা এমন কিছু বলা নেই। তাই আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন।
২. সবগুলো পদের পরীক্ষা আলাদ দিনে নাও হতে পারে। একাধিক পদের পরীক্ষা একই দিনে হতে পারে, তাই আবেদনের সময় সেটি মাথায় রাখুন।
৩. আর একাধিক পদে আবেদন করলে প্রতিটির জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে।
৪. অস্থায়ী নিয়োগ প্রতিষ্ঠান ভেদে ৬ মাস বা ১ বছর বা ২ বছর পর চাকরি স্থায়ী হয়। ব্যতিক্রম ছাড়া প্রায় শতভাগ স্টাফরই চাকরি স্থায়ী করা হয়।
যে পদ্ধতিতে আবেদন করবেনঃ
আবেদনের নিয়মঃ 1/11/2020 তারিখ থেকে 30/11/2020 তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ৭২ ঘণ্টার মধ্যে উল্লেখিত ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মঃ প্রার্থীগণ http://dshe.teletalk.com.bd অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নিজস্ব ওয়েবসাইট www.dshe.gov.bd লিংকে প্রবেশ করে Online Registration সম্পন্ন করে ফি জমা দিতে হবে।
Online Registration পূরণ করতে যা যা লাগবেঃ
- পাশ করা সকল শিক্ষা কার্যক্রমের তথ্য।
- 100KB এর 300*300 সাইজের সদ্যতোলা রঙ্গিন ছবি।
- 60KB এর 300*80 সাইজের প্রার্থীর নিজের দেওয়া স্বাক্ষর।
SMS এর মাধ্যমে যেভাবে ফি প্রদান করবেনঃ
২য় SMS: DSHE<Space>Yes<Space>Pin যেটা ফিরতি SMS এ পাবেন। উদাহণঃ DSHE Yes 12345678.
Reply: Congratulations! Applicant’s Name, Payment Completed Successfully for DSHE Application for demonstrator (Post name), User ID: (xxxxxx) and password: (xxxxxx)
সম্মানিত পাঠক, পরীক্ষার প্রস্তুতি বা পাঠ সহায়ক পিডিএফ ও অন্যান্য বিষয়ে আপডেট পেতে আমাদের Study based পেজে যুক্ত থাকুন। আপনার ব্যবসার প্রসার বা প্রডাক্ট অথবা বিক্রি করতে আমাদের Buy & Sell Any Products ফেজবুক গ্রুপে জয়েন হয়ে যান।
Post a Comment